সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মীরসরাই ও ভূজপুর উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন স্কুলের দুইশত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ (বাগীশিপ) চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার পক্ষ হতে মানবিক সহায়তাস্বরূপ গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শিপুল কুমার দে, মাস্টার রণজিৎ কুমার দাশ, রিমন কান্তি মুহুরী, রূপন মহাজন, রিংকু ভট্টাচার্য, অধ্যাপক রুবি দাশ, আদিত্য ভট্টাচার্য ধ্রুব, অরুণা সরকার অনু, বিজয়া নন্দী, অ্যাড. তরুণ কিশোর দেব, বাবুল কান্তি দে, শিমুল ধর, পন্ডিত লিংকন চক্রবর্তী, রনজিত কুমার শীল, কেশব কুমার দে, অ্যাড. মিহির কান্তি দে, সন্তোষ কুমার শীল, রনজিত কুমার শীল, সনজয় ধর, তুষার দাশ, বাবুল চৌধুরী, কল্যাণ রায়, ডা. সমীর নাথ, সৈকত চৌধুরী, মধুমিতা বৈদ্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।