মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা গত ৩০ মে হালিশহরে মীরসরাই ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের উপস্থাপনায় সভায় সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীনের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব ও নীরবতা পালন করা হয়।
এছাড়া সেপ্টেম্বরে মেধাবৃত্তি ও স্বনির্ভর আত্মকর্মসংস্থান অনুদান বিতরণ অনুষ্ঠানের লক্ষ্যে প্রফেসর সামস উদ দোহাকে আহবায়ক ও মেহেদী হাসান চৌধুরীকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন এস এম মহিউদ্দিন, ইউনুছ ভূইয়া, ইসমাইল নিজামী সবুজ,তৌহিদ উদ দৌজা, ঞ্জিনিয়ার হামিদুল হক, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, আরিফ মঈনুদ্দীন, ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান, সাবের আহমদ নিজামী, মো. আইয়ুব আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











