মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা গত ৫ ফেব্রুয়ারি হালিশহর হাউজিং এস্টেট পোর্ট কানেকটিং রোডস্থ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক মো. আবদুল হাশিম চৌধুরীর উপস্থাপনায় সভায় আয়-ব্যায়ের হিসাব বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক। মুনাজাত করেন খতিব মাওলানা নুরুল আবছার।
বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল আবছার, অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান ফারুখ, লায়ন তাহের আহমেদ, মো. শাহ আলম নিপু, কামরুল ইসলাম, অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক মো. আলমগীর হোসেন, এহছানুল আজিম লিটন, মো. নাছির উদ্দিন দিদার, ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন, মৃদুল কান্তি দে, এস এম আবুল হোসেন, এ এইচএম জিলানী চৌধুরী, মো. ইউসুফ, শওকত হোসেন, নাছির উদ্দীন, মহসিন চৌধুরী নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।