বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠার কারণে মীরসরাই এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিত। বিশ্বের বড় বড় দেশের বিনিয়োগ আগ্রহ বাড়ছে মীরসরাইয়ের এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে। গতকাল জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপরোক্ত মন্তব্য করেন।
এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের পরিচালনায় ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এসোশিয়েশনের দাতা সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, এসোসিয়েশনের দাতা সদস্য শেখ আতাউর রহমান। বক্তব্য রাখেন, রাশেদা আক্তার মুন্নি, এড. আব্দুল মান্নান। সন্মাননা প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। প্রেস বিজ্ঞপ্তি।