মীরসরাই ইকোনমিক জোন ও পিএইচপি স্টিলে ডায়মন্ড সিমেন্টের বৃক্ষরোপণ

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বেজা মীরসরাই ইকোনমিক জোনের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এলাকা এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস চত্বরে সবুজায়ন ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ করছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।

গত বৃহস্পতিবার দুপুরে মীরসরাই ইকোনমিক জোনের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এলাকা এবং ফেনীর ছাগলনাইয়ায় পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস চত্বরে একটি করে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী।

ডায়মন্ড সিমেন্টের জিএম (মার্কেটিং) আব্দুর রহিমের সভাপতিত্বে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (মার্কেটিং ও লজিস্টিক) আব্দুল্লাহ আল ফরহাদ, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মেটেরিয়াল ম্যানেজার ফান শিয়াও হু, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলসের ভাইস প্রেসিডেন্ট জিভিএসকে প্রসাদ, সিনিয়র এজিএম (প্রজেক্টস) বিন্দু নাথ। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (সেলস) কামরুজ্জামান, এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাশ, এজিএম (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের একাউন্টিং ম্যানেজার মাসুদ পারভেজ, সেইফটি ম্যানেজার গাজী ফরহাদ, প্রোকিউরমেন্ট ম্যানেজার রেজওয়ানুল রিতু, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলসের ম্যানেজার মোহাম্মদ লোকমান, বিপ্লব দত্ত। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এলাকায় এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস চত্বরে দেশীয় প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাকিম আলী বলেন, বাণিজ্যিক স্থাপনায় সবুজায়ন ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য শোভাবর্ধনকারী গাছের গুরুত্ব অপরিসীম। শোভাবর্ধনকারী গাছগুলো কেবল পরিবেশকে সতেজ করে না বরং বাড়ি ও বাণিজ্যিক স্থাপনা সজ্জায় বিশেষ ভূমিকা রাখে। তাই শহর কিংবা গ্রামে শোভাবর্ধনকারী গাছের পাশাপাশি বনজ, ফলজ ঔষধী সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অস্বাভাবিক গরুর বাছুরের জন্ম
পরবর্তী নিবন্ধহেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার