হালিশহরস্থ মীরসরাই ভবনে মীরসরাই অ্যাসোসিয়েশন- চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাুসোসিয়েশনের সভাপতি শ্রী কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের উপস্থাপনায় সভায় সংগঠনের গুণীজন সংবর্ধনা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান, বার্ষিক বনভোজন, বার্ষিক সাধারণ সভা আয়োজনের পাশাপাশি আত্মনির্ভরশীল কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন সহ-সভাপতি ছাবের আহমদ নিজামী, যুগ্ম সম্পাদক মো. ইউনুছ ভূইয়া ও তৌহিদ উদ দৌজা ভূইয়া, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক তাওসিফ ইমরাজ শিহান, মহিলা সম্পাদক লায়ন রাশেদা আক্তার মুন্নি, কার্যনির্বাহী সদস্য- নিজাম উদ্দিন হারুন, আইয়ুব আলী, এড. এমরান উদ্দিন স্বপন, মো. ইসমাইল নিজামী সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











