মীরসরাই অর্থনৈতিক জোনে রং কারখানায় আগুন

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। মীরসরাই ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে এশিয়ান পেইন্টসের কর্মকর্তা কর্মচারীরা প্রথম দিকে তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর দ্রুততম সময়ে যোগ হয় মীরসরাই ফায়ার সার্ভিস।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, এশিয়ান পেইন্টসের ৩ নম্বর ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেখানে থাকা ক্যামিকেল এবং রং পুড়ে গেছে। অগুন নিয়ন্ত্রণে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও যোগ দেন। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তাদের এক্সপার্ট টিম এসে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে।

এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান বলেন, কারখানার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শনে করবে। তারপর জানানো হবে।

.

পূর্ববর্তী নিবন্ধবগুড়ার আদালত চত্বরে হিরো আলমের ওপর হামলা
পরবর্তী নিবন্ধমব জাস্টিস বরদাশত করা হবে না : মাহফুজ আলম