মীরসরাইয়ে বাইক থেকে ছিটকে পড়ল স্বামী-স্ত্রী

পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামীর ‎

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৩৮ অপরাহ্ণ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক নারী৷ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দু’জন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি গাইবান্ধা সদর থানায়৷

‎১০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন।

মোটরসাইকেলে থাকা স্ত্রী গুরুতর আহত হন। তারও বেঁচে থাকার সম্ভাবনা কম। তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা যায়।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। বিস্তারিত জেনে জানাবো।

পূর্ববর্তী নিবন্ধমদুনাঘাটে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার দুইদিন পর থানায় মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে নখের আঁচড় খেল পুলিশ