পারিবারিক অশান্তির জেরে মীরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নে এক প্রবাসফেরত যুবক আত্মহত্যা করেছেন। তার নাম মো. আওলাদ হোসেন (৩৮)। তিনি উপজেলার পূর্ব খৈয়াছরা তাকিয়াপাড়া গ্রামের মান্নান সওদাগরের পুত্র। গতকাল সোমবার দুপুর ২টায় ঘরের ফ্যানে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন।
স্থানীয় ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, বনিবনা না হওয়ায় কাতার ফেরত আওলাদ হোসেন প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ২য় বিয়ে করেন। কিন্তু নতুন সংসারেও বিবাদ চলছিল বলে শোনা গেছে। হয়তো এসব বিষয়ে মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার পথ বেচে নিয়েছেন।
মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।