মীরসরাইয়ে পাহাড় কাটায় বাধা দেওয়ায় বনকর্মীর ওপর হামলা, আহত ৪

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:০০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন বিভাগের ৪ কর্মকর্তা ও কর্মচারীকে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। গত বুধরাত গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল পাহাড়ে অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, স্টেশন কর্মকর্তা, করেরহাট বিট কাম চেক স্টেশন মো. আলাল উদ্দিন, বন প্রহরী মো. এনামুল হক চৌধুরী, সহকারী মো. রুহুল আমিন ও শাহ আলম। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান বলেন, গভীর রাতে সাইবেনিখিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহাড় কাটার খবর পেয়ে আমাদের চার সহকর্মী অভিযানে যায়। সেখানে গিয়ে দেখে মাসুদ কালা নামের এক ব্যক্তির নেতৃত্বে পাহাড় কেটে বালু নিয়ে যাওয়া হচ্ছে। তখন বনকর্মীরা বাধা দিতে গেলে তারা তাদের ওপর হামলা করে ও পিটিয়ে আহত করে। এ বিষয়ে আমরা জোরারগঞ্জ থানায় একটি এজাহার প্রদান করেছি।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (করেরহাট ও নারায়নহাট) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাতে করেরহাটের সাইবেনিখিল এলাকায় বনকর্মীরা অভিযানে গেলে বনখেকোরা হঠাৎ লাঠিসোঁটা নিয়ে আমাদের বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হয়েছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল এলাকায় পাহাড় কাটার অপরাধে গত ৩ নভেম্বর চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেছিলেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, করেরহাটে বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অধিকার কারো নেই। আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসাত সকালে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছিল নরসিংদী