মীরসরাইয়ে ত্রিপুরা কল্যাণ ফোরামের ৯ম বর্ষপূর্তি

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ত্রিপুরা কল্যান ফোরামের ৯ম বর্ষপূর্তি উদযাপন ও মীরসরাই ইপিজেড শাখার ত্রিপুরা কল্যান ফোরাম নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান গত ২৫ জুলাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সুরেশ বরন ত্রিপুরা। সভাপতিত্ব করেন জুয়েল ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক দীনময় রোয়াজা। গেস্ট অব অনার ছিলেন বিদ্যুৎ শংকর ত্রিপুরা। উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম ও বিভিন্ন ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দ। বিদ্যুৎ শংকর ত্রিপুরা ২৮ সদস্যের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এতে অনিল ত্রিপুরা সভাপতি, দিপু ত্রিপুরা সাধারণ সম্পাদক ও মিজন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসেপ্টেম্বরে আমিরাতে এশিয়া কাপ শুরু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে শিক্ষার্থীদের লাঠি ও ঝাড়ু মিছিল