মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকায় আনুমানিক ৩২ বছরের এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে এই রিপোর্ট লিখা পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে একটি ডোবার পানিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছে। নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ খাঁন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে পছন ধরেছে।
ধারণা করা যাচ্ছে দু-একদিন আগে লোকটি মারা যেতে পারে। তবে সুরতহাল করার সময় শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। আবার রাতে এই রিপোর্ট লিখা পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানা গেছে।