মীরসরাইয়ে কৃষকের কেটে রাখা ধানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মণ ধান নষ্ট হয়েছে বলে দাবি কৃষক স্বদেশ কুমার দাশের।
ভুক্তভোগী স্বদেশ কুমার দাশ জানান, তিনি বিগত ১০ বছর ধরে বাড়ির পাশে ১০ গন্ডা জমি বর্গা নিয়ে চাষ করে আসছেন। সম্প্রতি ধান কেটে বাড়ির পাশে তিনি শুকাতে দিয়েছেন। বুধবার রাত ১০টায় কে বা কারা সে ধানে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে ঘুমাতে গেলে ভোর বেলায় আবার আগুন দেয়া হয়। এতে ১০ গণ্ডা জমির প্রায় ৪০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, তিনি রাতে ধানে আগুন দেয়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেয়ারম্যান সোনা মিয়া জানান, তিনি ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
জোরারগঞ্জ থানার সহকারী উপ–পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ধানে আগুন দেয়ার বিষয়টি শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না ভুক্তভোগী। তিনি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগও দেননি। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।











