মীরসরাইয়ে কুলিং কর্নারে মাইক্রোবাস, নিহত ৪

সীতাকুণ্ডে মাইক্রো চাপায় নারী ও চকরিয়ায় বাস উল্টে প্রাণ গেল যুবকের

আজাদী ডেস্ক | শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। এরমধ্যে মীরসরাইয়ের মুহুরী প্রকল্প গেট এলাকায় একটি বেপরোয়া গতির মাইক্রোবাস দোকানে ঢুকে গেলে ঝরে যায় ৪টি তাজা প্রাণ। সীতাকুণ্ডে শিব মেলায় যাওয়ার সময় মাইক্রো চাপায় এক পথচারী নারী ও চকরিয়ায় বাস উল্টে নিহত হয় এক যুবক। উভয় ঘটনায় আহত হয় অন্তত ২১ জন।
আমাদের মীরসরাই প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার রাত ৯টা নাগাদ সোনাগাজি থেকে একটি মাইক্রোবাস মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় আসছিল। মুহুরী প্রজেক্ট বাজার অতিক্রমকালে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজু’র কুলিং কর্নারে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে অবস্থানরত ১০-১২ জন ক্রেতা সকলেই গুরুতর আহত হয়। এদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে শাখাওয়াত হোসেন শাওন (২৫) ও শিফাত (২৭) নামে দুই যুবক। চমেক নেয়ার পথে মৃত্যুবরণ করে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম (৩৮) ও কামাল উদ্দিন (৬৫)। নিহত ও আহতরা সবাই স্থানীয় ওচমানপুর ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে ব্যবসায়ী মিরাজ হোসেন (৩৫), সিএনজি চালক ইলিয়াস (৩৪), ফরিদ (৩২), নুরুল করিম (২২) ও রাকিবকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, মাইক্রোবাসটিতে কোনো যাত্রী ছিল না। চালক বেপরোয়াভাবেই মাইক্রোটি কুলিং কর্নারে ঢুকিয়ে দেয়। তার কিছু হয়নি। জোরারগঞ্জ থানা পুলিশের এসআই ও তদন্ত কর্মকর্তা জয়দ্রুত চাকমা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এই বিষয়ে তদন্তপূর্বক আইনগত উদ্যোগ নেয়া হচ্ছে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মংকরই ত্রিপুরা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের সোনাইছড়ি বাজারের পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মংকরই ত্রিপুরা বারআউলিয়ার ফুলতলা এলাকার পদ্ম ত্রিপুরার স্ত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, কয়েকজনের সঙ্গে মংকরই ত্রিপুরা সীতাকুণ্ডের শিব চতুর্দর্শী মেলায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়ারছড়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম বলেন, নিহত যাত্রীর নাম মো. শাহেদ (২৫)। দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। এছাড়া দুর্ঘটনায় পতিত স্টার লাইনের বাসটি মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনায় পতিত বাসটির যাত্রী ছৈয়দ আহমদ তানসীর বলেন, স্টার লাইনের বাসটি কুমিল্লা থেকে কঙবাজার যাচ্ছিল। আহতদের মধ্যে দুজনের পরিচয় জানান তিনি। তারা হলেন পিংকু (২৬) ও সাকিব আল মাহমুদ (৩০)। তারা কঙবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কথা জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধ রাখার কোনো কারণ নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধঢাকা থেকে বিয়ে করতে চট্টগ্রাম এলো ৬ কিশোর-কিশোরী