মীরসরাইয়ে দিন দিন কমে যাচ্ছে গ্রামবাংলার অতি পরিচিত ডেউয়া ফল। এ কসময় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ ফলের গাছ দেখা যেত। তবে এখন আর খুব বেশি চোখে পড়ে না। স্থানীয় বাজারেও আগের মতো দেখা যায় না এ ফল। প্রবীণদের কাছে প্রিয় ও পরিচিত হলেও নবীনদের কাছে একেবারে অপরিচিত।
উপজেলার আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসা মাঠের একপাশে কয়েকটি ডেউয়া ফলের গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ফল ঝুলছে। ডেউয়া ফল ভাঙলে ভেতরটি ছোট ছোট কাঁঠালের মতো দেখতে। কিন্তু এটি কাঁঠাল নয়। এটি অম্লমধুর স্বাদের ডেউয়া ফল। আবহমান বাংলার ঐতিহ্যের ফল ডেউয়া। পুষ্টিগুণে ভরপুর, ওষুধি গুণেও অনন্য। অজ্ঞতার কারণে আমাদের খাদ্যতালিকা থেকে হারিয়ে যাচ্ছে ফলটি।
বিশেষজ্ঞরা বলেন, আমাদের জানার বাইরে পুষ্টি ও ওষুধি গুণে ভরপুর অনেক দেশি ফল আছে। ডেউয়া গাছের পাতা, ফল, ছাল ও শেকড়ে ওষুধি গুণ আছে। এটি হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বক ও চুলের যত্নে কাজে লাগে। এতে থাকা অ্যান্টিঅঙিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফল রক্তশূন্যতা কমাতে সহায়ক। কাঁচা ডেউয়া বেটে গরম পানিতে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়। এটি যকৃতের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। বলিরেখা দূর করে ত্বককে সতেজ রাখে।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুকুমার চন্দ্র নাথ বলেন, ডেউয়া উৎকৃষ্টমানের ফল। আগে এলাকার প্রায় প্রতিটি বাড়িতে ডেউয়া গাছ ছিল, এখন নেই। নতুন প্রজন্মের কাছে এটি অনেকটাই অপরিচিত।
আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম বলেন, ছোটবেলায় কত ডেউয়া গাছ দেখেছি। এখনকার প্রজন্ম এ ফল চেনে না। মাদরাসার মাঠের পাশে কয়েকটি গাছ আছে। বর্ষাকালে ফল আসে। মাদরাসার ছাত্র–শিক্ষকরা খেয়ে থাকে। স্কুলশিক্ষক নুরুল হুদা বলেন, ওষুধি গাছ হিসেবে ডেউয়া গাছ বেশি করে লাগানোর প্রয়োজন। এটি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল। নির্বিচারে গাছ কাটার কারণে এটি হারিয়ে যাচ্ছে।
মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, গ্রামাঞ্চলে ডেউয়া গাছ আগের মতো চোখে পড়ে না এটা ঠিক। আমাদের এ ফল গাছের চারা বেশি বেশি লাগানো উচিত। ডেউয়া গাছ সব ধরনের মাটিতে লাগানো যায়। মিশ্র বাগানে একটি করে ডেউয়া গাছ লাগানো হলে আবাদ বাড়বে।
তিনি বলেন, ডেউয়া ফলে থাকে জিংক, কপার আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি ও বিটা–ক্যারটিন। পাশাপাশি এতে আছে অ্যান্টি–ভাইরাল, অ্যান্টি–ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি–ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। শুধু ফল নয়, ডেউয়ার বীজও স্বাস্থ্যের জন্য উপকারী।