মীরসরাইয়ে অভিনব কায়দায় জেলেদের মাছ চুরি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অভিনব কৌশলে পুকুর থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে। মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পশ্চিম মায়ানী গ্রামের আব্দুর জব্বার নিজের পুকুরে মাছ চাষ করছিলেন। গত বৃহস্পতিবার সকালে জেলেদের দিয়ে পুকুরে জাল দেয়ার পর জেলেরা অল্প মাছ পেয়েছে বলে বুঝিয়ে দেয়। কিন্তু পরে দেখা যায় জেলেরা বিশেষ কায়দায় আরেকটি জাল পুকুরের পানিতে রেখে দেয়। জাল ধোয়ার নাম করে সেই জালের ভেতরে মাছ ঢুকিয়ে নেয়ার সময় প্রায় ৪০৫০ কেজি মাছ আটক করে এলাকাবাসী। এ সময় জেলেদের কয়েকজন পালিয়ে যায়।

স্থানীয় শাহাদাত হোসেন জানান, তারা জালের ভেতর বিশেষ জাল দিয়ে কাতলা, রুই, তেলাপিয়া, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০৫০ কেজি মাছ নিয়ে যাচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠনকল্পে গেজেট প্রকাশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়কের গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা