মীরসরাইয়ের জোরারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:৩১ অপরাহ্ণ

মীরসরাইয়ে পানিতে ডুবে রাফিয়াত ইসলাম আয়ান নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

শিশু আয়ান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব ভগবতীপুর গ্রামের রুস্তম আলী ভূঁইয়া বাড়ির রফিকুল ইসলাম শিপনের দ্বিতীয় পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মকছুদ চৌধুরী জানান, ঘটনার দিন সকালে সকলের অগোচরে শিশু আয়ান বাড়ি থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন। এ সময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে শিক্ষা বিষয়ক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে উদ্ধার অজগর বনে অবমুক্ত