মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিক্সাকে ভুট্টাবোঝায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নারী-নবজাতকসহ তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়ার খৈয়াছড়া ঝর্না রাস্তা এলাকায় এই দুর্ঘটানাটি ঘটে।
মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছনে থেকে ভুট্টাবোঝায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নারী-নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার মহানগরের দক্ষিণ বগা চতর এলাকার আবুল কালাম স্ত্রী নুরজাহান বেগম (৪৫), আবুল কালামের মেয়ে কাজল রেখা (২২) এবং তার ছয় মাসের পুত্র মোহাম্মদ আনাস। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনার নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর হাসপাতালে) নেওয়া হয়েছে। তাদের আত্মীয় স্বজনরা আসলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।খবর শুনেছি। ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।