মীরসরাইয়ে রেমালের তাণ্ডবে গাছ উপড়ে বসতবাড়ি প্রতিষ্ঠানের ক্ষতি

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মীরসরাইয়ে গাছ উপড়ে অনেক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার ভোর রাত থেকে রাতে এই রিপোর্ট লিখা অবধি বিদ্যুৎবিহীন ছিল গোটা উপজেলা।

সোমবার (২৭ মে) ভোর থেকে উপজেলাজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত, দমকা হাওয়া ছিল দিনভর রাতে এই রিপোর্ট লিখা পর্যন্ত কমে আসার কোন সম্ভাবনা দেখা যায়নি। তবে অব্যাহত ভাপস্যা গরম কমে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে সর্বত্র। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ো বাতাসে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির খবর পাওয়া গেছে।

উপজেলার ফেনাফুনি এলাকায় গাছ পড়ে তামরিজ একাডেমি নামে একটি বিদ্যালয় দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকায় সংবাদকর্মী মাঈনউদ্দিনের বসতঘর ভেঙে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, রিমেলের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেঙে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব জনপ্রতিনিধিদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখতে ও যে কোনো দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইেয়ে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি ৭ বছর পর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা