মীরসরাইয়ে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধানে গত ৪ সেপ্টেম্বর তার্কিশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে এক সপ্তাহের ফুড প্যাকেজ আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী, তার্কিশ রেড ক্রিসেন্টের সিনিয়র এডমিন অফিসার মো. জাসেম চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, জেলা ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের, উপ যুব প্রধান২ ফয়সাল হোসেন টুটুল প্রশিক্ষন ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান প্রিয়ন্ত পাল, তহবিল সংরক্ষণ বিভাগীয় প্রধান উম্মুল আখয়ার ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে আখেরি চাহার শোম্বা পালন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড