মীরসরাইয়ে যুবদল নেতাকে গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় হামলার অভিযোগ এনে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বনফুল সুইটসের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় কামরুল হাসানের গ্রেপ্তার দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, মীরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুড়ল চার বসতঘর
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ইউসিটিসিতে সভা