ঢাকা–চট্টগ্রাম রেলরুটের মীরসরাই উপজেলার চিনকি আস্তানা থেকে বারইয়ারহাট বাজার মধ্যবর্তী স্থানে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রেললাইনের ঢাকামুখী লেনে মালবাহী ৩০৩ ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেল ৪টায় রিপেয়ার ট্রেন এসে ক্রটি সমাধান করতে সক্ষম হয়।
পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মালবাহী ট্রেনটি পোর্ট থেকে মাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রেল স্টেশনের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।