মীরসরাইয়ে মাছ ধরতে গিয়ে খালে পড়ে প্রাণ গেল নুরুল হুদা (৪২) নামে এক ব্যাক্তির। তিনি ইকোনমিক জোনের খালে মাছ ধরতে গিয়ে পড়ে গেলে স্রোতে ভেসে যান।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মীরসরাই ইকোনমিক জোনের ১৬নং গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হুদা (৪২) মীরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার রশিদ মাস্টার বাড়ির মোর্শেদ আহম্মদের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নুরুল হুদা আরও পাঁচজনজন মিলে মীরসরাই ইকোনমিক জোনের ১৬নং গেট এলাকায় মাছ ধরতে যান। এ সময় খালে মাছ ধরার সময় পানির স্রোতের মধ্যে সে ডুবে যায়। প্রায় ২ ঘণ্টা পর সন্ধ্যায় স্থানীয় জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বড়তাকিয়া লাইপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল হাসেম বলেন, উনি যখন ডুবে যাচ্ছে উনার হাত ওপরে দিকে ছিল। উনি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পানির স্রোতের কারণে উনি ডুবে যান। ঘটনাস্থলে যারা ছিলেন তারা স্রোতের কারণে নামে নাই। তারা চেষ্টা করলে উনাকে বাঁচাতে যেতো।
মীরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির আহম্মদ ছুট্টু বলেন, আমার এলাকার নুরুল হুদা জোনে মাছ ধরতে গিয়ে মারা গেছে। বৃহস্পতিবার রাত ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।