মীরসরাইয়ে ইকোনোমিক জোন এলাকায় (সাগর পাড়ে) মাছ ধরতে গিয়ে জালে আটকে জাকির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টায় মীরসরাই ইকোনমিক জোনের সাগরপাড়ের ১৬নং গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভুইয়াপাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল গাজীর ছেলে। তিনি যুবদলকর্মী ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সূত্রে জানা যায়, মাছ ধরতে গিয়ে পা পিছলে অন্য একটি জালে আটকা পড়ে গুরুতর আহত হন জাকির। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মীরসরাই মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকির হোসেনের আত্মী মুসলীম উদ্দিন আজাদীকে জানান, জাকির হোসেন সোমবার সকাল সাড়ে ১০টায় জাল নিয়ে ইকোনমিক জোন এলাকায় মাছ ধরতে যায়। অসাবধানতাবশত পড়ে গিয়ে জালে আটকা পড়ে। পরে সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় মাতৃকা হাসপাতালের চিকিৎসক গোলাম মোর্শেদ জাকির হোসেন একজনের মৃত্যুর বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন।