মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় মীরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী বেলাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামা প্রবাস ফেরত হারুন অর রশিদের (৪২) সাথে ভাগিনা শাহীন আলমের (২৪) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালের পানি পড়া নিয়ে হাতাহাতিতে ভাগিনা শাহীন ঘর থেকে একটি ছুরি এনে তার মামার বুকে আঘাত করে। আহত হারুনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হারুন তালবাড়িয়া গ্রামের সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগিনা শাহীন আলম পলাতক রয়েছে। ঘাতক শাহীন আলম একই বাড়ির হালিমের ছেলে।
জানা যায়, নিহত হারুনের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছেন।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ভাই–বোনের মধ্যে জমি–জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ঘটনা। পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। খুনী ভাগিনাকে ধরার চেষ্টা চলছে।