মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি মেম্বার মাহফুজুল আলম মামুনকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঝুলনপুল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সদস্য আবু শাহাদাত সায়েম বলেন, বিকেলে আমার কাকা বিএনপি নেতা মামুন মেম্বার পার্শ্ববর্তী হাসনাবাদ থেকে বাড়ি ফিরছিলেন। ঝুলনপুল বাজার অতিক্রমকালে কিছু দুর্বৃত্ত লাঠি সোটা ও কিরিছ দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সন্ধ্যায় চমেক হাসপাতালে প্রেরণ করে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দুষ্কৃততিকারীরাই আমাদের বিএনপি নেতা মামুনকে কুপিয়ে জখম করেছে। আমরা প্রশাসনের কাছে উক্ত ঘটনার তদন্ত ও আইনানুগ বিচার দাবি করছি। জোরারগঞ্জ থানার ওসি শিফাতুল মাজদার বলেন, আমরা এই বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।