মীরসরাইয়ে বিএনপি-জামাতের ২৩ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিএনপিজামাতের ২৩ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।

গত বুধবার বিকেলে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সালাহ উদ্দিন সেলিম, মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ ২৩ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বড়তাকিয়া পোলমোগরা এলাকায় অবরোধের সমর্থনে বুধবার সকাল সাড়ে ৬টায় মিছিল করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তারা যানবাহন ভাঙচুর, বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেন। ঘটনাস্থল থেকে কিছু কাঁচের ভাঙা টুকরা ও দুটি বিস্ফোরিত লান্সার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলার বাদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, মহাসড়কে নাশকতা করায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখ করে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেছি।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া পোলমোগরা এলাকায় গাড়ি ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বাদী হয়ে বিএনপিজামায়াতের ২৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তিনি আরও বলেন, মামলায় এজাহারনামীয় ১৭ নম্বর আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধওয়ারলেস মোড়ে গাড়ি ভাঙচুর, স্বেচ্ছাসেবকদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা