মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সাথে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে চৈতন্যের হাটস্থ তার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দিদারুল আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি ও জাসাস নেতা প্রফেসর সেলিম, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন মিয়াজী, শহিদ উল্লাহ, মীর্জা মোমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদি দল জনগণ থেকে ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন ওদের মতো আচরণ করে জনবিচ্ছিন্ন না হই। বিএনপি জনবান্ধব ও খেটে খাওয়া মানুষদের আপনজন হয়ে ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই লক্ষ্য যেন ভিন্ন দিকে প্রবাহিত না হয়। সভায় দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সকল অংগসংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।