মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে গত মঙ্গলবার কমরআলী বাজারে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মাস্টার আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন, মহিউদ্দিন মেম্বার, নাসিম উদ্দিন, নুর উদ্দিন, আনোয়ার হোসেন কোম্পানী, মো. আলী আহাম্মেদ, জাগির ডাক্তার, আবুল হোসেন মেম্বার, মো. ইলিয়াস হোসেন, মো. রাশেদ, শান্ত বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।