‎মীরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‎মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৫:১৬ অপরাহ্ণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালী, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

‎সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অফিস স্টাফ বেলাল মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কোস্ট গার্ড কর্মকর্তা আবুল কালাম, মৎস্যচাষী অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী সহ প্রমুখ।

‎পরে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলা সদর পুকুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে পোনা অবমুক্তকরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১০ ঘন্টাপর যান চলাচল স্বাভাবিক, কাল কক্সবাজার শহরে অবরোধ