মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

দুই ছেলে আহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় কবির আহম্মদ চৌধুরী নামে (৬৫) এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার সময় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের রূপনগর পেট্রল পাম্পের উত্তরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতা উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩নং গনকছরা গ্রামের বাসিন্দা। সে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এ ঘটনায় নিহতের দুই ছেলে দিদারুল আলম (৩৬) এবং জামসেদ আলম (২৮) গুরুতর আহত হয়েছেন। এবিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আমি এলাকায় ছিলাম না, তবে জানতে পারি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্বের কারণে হামলায় তিনি মারা যান। বিশেষ করে নাছির এবং কামালের সাথে তাদের পূর্ব থেকে ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল বলে জানা গেছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাটে ব্যবসায়িক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্যতম প্রধান আসামি নাছির ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়েছে। গণধোলাইয়ে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অন্যজন থানা হাজতে আছেন। ঘটনার সাথে জড়িত বাকিদের আটকে অভিযান চলছে। রাতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকাঁচা মরিচের কেজি ৪৮০ টাকা!
পরবর্তী নিবন্ধনিরাপদ সমৃদ্ধ ও সমপ্রীতির চট্টগ্রাম উপহার দিতে চাই