দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।
তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট। অপর দিকে বিএনএফের মোহাম্মদ ইউসুফ (টেলিভিশন) ২০০ ভোট পেয়েছেন।
জাতীয় পার্টির এমদাত হোসাইন (লাঙল) ৪০৮, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মান্নান (চেয়ার) ২০৫, বাংলাদেশ সুপ্রিম পার্টি নুরুল আবছার (একতারা) ১৯৯ ও মুসলিম লীগের জুলফিকার বুলবুল (হাতপাঞ্জা) ৪৬।
রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণননা।
মীরসরাই আসনে মোট ভোটার তিন লাখ ৬৬ হাজার ৬২৫ জন। আসনটির ১০৬ ভোটকেন্দ্রের ৭১৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।