মীরসরাইয়ে নিখোঁজের পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ঈদগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ৫:৩৩ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার করেরহাটে বিকেলে নিখোঁজের পর রাতে পুকুরে মিলল সৃজল নাথ অভির () নামের এক শিশুর মরদেহ। গত সোমবার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মহেন্দ্র দেব নাথ বাড়ির তপন দেবনাথের ছেলে।

মীরসরাই প্রতিনিধি জানান, উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামে গত সোমবার বিকেল থেকে নিখোঁজ হয় শিশু সৃজল নাথ। অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

কক্সবাজার প্রতিনিধি জানান, ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম () নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের চুলিবন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আজিজুল হকের সন্তান ও স্থানীয় হোসাইনীয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম তার ছোট বোনকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী জামে মসজিদ পুকুরে অসতর্কতাবশত পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়িতে এসে জানায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সকাল সাড়ে ১০টার দিকে ইব্রাহিমকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসাদ মুসা গ্রুপের এমডি মহসিন ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা