মীরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতির কর্মসূচি (সিপিপির) আয়োজনে জনসচেতনা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী সময় ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিমূলক জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ঘূর্ণিঝড় এই সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ১৪নং হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে হাইতকান্দি ইউনিয়ন টিম লিডার ও উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্ণফুলী উপজেলার সিপিপির সহকারী পরিচালক, সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চট্টগ্রামের উপ–পরিচালক হাফিজ আহাম্মদ। আরও উপস্থিত ছিলেন মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ।
ঘূর্ণিঝড় সংকেত প্রচারের পরও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ে পাগলের ভূমিকায় পাশাপাশি ছিলেন, চেয়ারম্যান পরিবার, মাতব্বর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার, জেলে পরিবার, নৃত্য পরিবেশনার, ব্যবসায়ী, ইমাম পরিবার। এতে ঘূর্ণিঝড় আসার আগে একটা পরিবার কেমন স্বাভাবিক অবস্থায় থাকে এবং ঘূর্ণিঝড় পরিবর্তী ক্ষয়ক্ষতির অবস্থায় সিপিপি সদস্যদের ভূমিকাগুলো তুলে ধরা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, স্কুল–কলেজের শিক্ষার্থীসহ সকল পেশার লোকজন এ মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।