মীরসরাইয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় রিয়াজ উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রিয়াজ উদ্দিন ওই ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো: ইউছুপের ছেলে।
সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে মহামায়া লেকে ঘুরতে আসেন এক প্রেমিক যুগল। এ সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তিন যুবক তাদের পেছন নেন। এর আগে তারা তাদের ভিডিও করে রাখে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ১৭ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণ করে।
পরে বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ধর্ষণের ঘটনায় জড়িতরা মীরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার।
মীরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, মহামায়া লেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্তকরণ করে রিয়াজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।