মীরসরাই উপজেলার আবুতোরাব, গোভনীয়া খালের খননকার্য অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষকদল, সচেতন নাগরিক ফোরাম ও স্থানীয় এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১১টা থেকে দ্বিপ্রহরব্যাপী উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত মানববন্ধন পালিত হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আলমগীর, রফিকুজ্জামান, শিপন ভুঁইয়া, আবু দাউদ, নিজাম উদ্দিন, কাইয়ুম খান, সাহেদ আহসান, শোয়াইব হাসান, শহিদুল ইসলাম রয়েল, মো. মুসলিম উদ্দিন, নুরুল গনি,নুর মোহাম্মদ প্রমুখ।