মীরসরাইয়ে কৈশোর মেলা ও পুরস্কার বিতরণ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে কিশোরকিশোরীদের নিয়ে কৈশোর মেলা, সংগীত, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত মঙ্গলবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার আয়োজনে ও পিকেএসএফের সহযোগিতায় মেলায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার ২শতাধিক কিশোর কিশোরী অংশগ্রহণ করে। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও কর্মকর্তা প্রতাপ বণিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, সাংবাদিক মাহবুব পলাশ, প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, আজিম উদ্দিন ভূঁইয়া, হোছাইন সবুজ, শফিউল আলম, নেপাল নাথ প্রমুখ। প্রধান অতিথি বলেন, অপকা দীর্ঘ দিন মীরসরাইয়ের অর্থনীতি, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে এসবের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা চালু করা উচিত। যাতে করে বেকার যুবকদের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চাকুরি হয়। তিনি বলেন,কৈশোর মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সমাজের ইতিবাচক দিক সম্পর্কে ধারণা প্রদান করবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় অজ্ঞাত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিকেএ চট্টগ্রাম বিভাগের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা