মীরসরাইয়ে একরাতে ২ গরু চুরি, দিশেহারা কৃষক

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২০ মে, ২০২৪ at ১:১৬ অপরাহ্ণ

মীরসরাইয়ে একই রাতে রেজাউল হক নামে এক কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্যের প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। গরু চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

সোমবার (২০ মে) অনুমানিক রাত ৩ টার দিকে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন সৈদালী গ্রামের তজন মাঝি বাড়িতে গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেজাউল হক বলেন, রাত সাড়ে ১২ টায় গোয়ালঘরে গরুকে পানি ও খড় দিয়ে আসি। সকালে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের তালা ভাঙা। গোয়াল ঘরে গরু নেই।

তিনি আরও বলেন, রাত দিন পরিশ্রম করতেছি এই গরু নিয়ে, একটি গরু আর দুই মাস পর বাচ্চা দিবে গরু চুরি হওয়াতে আমি এবং আমার পরিবার চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আনুমানিক বাজার মূল্যের প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।

মায়ানী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, সকল গ্রামবাসীকে সজাগ থাকার জন্য বলা হয়েছে। আমিও প্রায় সবসময় রাতে উঠে চারপাশ ঘোরাঘুরি করে দেখি। চুরির ঘটনায় ভেঙে পড়েছে ঐ কৃষক।

এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে আমরা অবগত নই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টসহ যারা নিহত হয়েছেন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা অবরোধ পালন