মীরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে আটক করেছে ডিএমপি বনানী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহফুজুল হক জুনু খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া (চৌধুরী পাড়া) এলাকার আব্দর রঊফের ছেলে।

চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম।

তিনি জানান, ডিএমপির একটি টিম মীরসরাইয়ে অভিযান পরিচালনা করবে এমন একটি ম্যাসেজ দেয়। কী অভিযান, কাকে আটক করবে এ বিষয়ে কিছু বলেনি। আটকের পর জানতে পারি ঢাকার বনানী থানার একটি মামলায় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে আটক করা হয়েছে।

এদিকে চেয়ারম্যানকে আটকের খবরে রাত ৯ টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। তারা চেয়ারম্যানের মুক্তির দাবি জানাতে থাকেন। এ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ যায়। আটকা পড়ে শত শত যানবাহন। যাত্রীরা পড়েন ভোগান্তি। পরে সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যানের মুক্তিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, আটক ইউপি চেয়ারম্যানের নামে বনানী থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত ১ নম্বর আসামি। তবে বাকি আর কোনো বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

এই বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট জানান, গত ১ মাস পূর্বে ঢাকার গুলশান এলাকায় উপজেলা যুবলীগ নেতা আসিফুর রহমান শাহীনকে একা পেয়ে জুনু চেয়ারম্যান ও কতিপয় অপরাধী মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করেন। যা অনলাইনে ছড়িয়ে দেন। ওই ঘটনায় বনানী থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। তিনি ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগসহ নানা রোগের প্রধান কারণ উচ্চ রক্তচাপ
পরবর্তী নিবন্ধচবির ঝর্ণায় নেমে স্কুল ছাত্রের মৃত্যু