মীরসরাইয়ে আগুনে পুড়ল দুই বসতঘর

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের দেলু মেম্বার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলো আবু মুসা ও মোহাম্মদ হাসান।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ হাসান বলেন, মধ্যরাতে কিছু বুঝে উঠে আগে আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধান, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজসহ সবকিছু আগুনে পুড়ে যায়। সব হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। ইছাখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম বলেন মধ্যরাতে দেলু মেম্বার বাড়িতে অগ্নিকান্ডে খবরে দ্রুত ছুটে যাই, নিজে ও সহযোগিতা করি। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর মিলে আগুন নেভাতে সক্ষম হয়।

মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, ইছাখালী ইউনিয়নে আগুনের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সময় মতো না গেলে আরো চার থেকে পাঁচটি বসতঘর পুড়ে যেত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউদালিয়া চা বাগানে টিলা কাটার সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জেলে পাড়ায় আগুন, জাল ও দোকানসহ ১০ স্থাপনা পুড়ে ছাই