মীরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, কিশোর নিহত

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিএনপিআওয়ামী লীগের মধ্যকার সংঘর্ষে জাহিদ হোসেন রুমন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আজমপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত রুমন উপজেলার ওচমানপুর এলাকার মৃত নুরের জামানের ছেলে। সে ৫ নম্বর ওচমানপুর ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

তিনি জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে ওচমানপুরে তাদের জনসংযোগ কর্মসূচি ছিল। সেখানে নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে বিএনপির কর্মসূচি থেকে অতর্কিত আজমপুর বাজারে এসে আমাদের উপর হামলা চালায় কিছু বিএনপি নেতাকর্মী। এ ঘটনায় গুরুতর আহত হওয়া উপজেলা ছাত্রলীগ নেতা রাফি আরমান, মো. হাসান, সরওয়ার, আরেফিনসহ ১০ জন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে মো. হাসানের অবস্থা আশঙ্কাজনক।

যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম স্বপন জানান, ৫ অক্টোবর বিএনপির ১৫ দিনের কর্মসূচির মধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ উপলক্ষে মীরসরাইয়ে একটি পথসভা করার কথা রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ওচমানপুর ইউনিয়নে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন তাদের ওপর হামলা করে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের হানিফ, জিয়াউদ্দিন জিয়া, সালাউদ্দিন বাবু, নুর হোসেন বাদশা, মিঠু, আরিফ মাইনুদ্দিন, রানা, মোজাম্মেল হোসেন, মাসুদ কালাম, মোহাম্মদ তারেক, রাজু, রাকিব হোসেন, মোহাম্মদ নাসির সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, জিলানী, জামশেদ আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। তিনি আরো বলেন, উক্ত ঘটনার জের ধরে রাত ৯টার দিকে নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম বলেন, বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা স্থানীয় আজমপুর বাজারে আমাদের ছাত্রলীগ নেতা হাসান ও তার কয়েকজন সহযোদ্ধার ওপর প্রথমে হামলা চালায়। এতে হাসপাতালে রুমন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, পুরো ঘটনার তদন্তসহ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণহারা হাইয়েচে কারের ধাক্কা, প্রাণ গেল ওসির
পরবর্তী নিবন্ধবিএনপি দেশকে আন্তর্জাতিক রাজনীতির ক্রীড়াক্ষেত্র বানাতে চায় : তথ্যমন্ত্রী