মীরসরাইয়ের শেখ মুজিব শিল্পনগর এখন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার উপকূলস্থ দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ এর নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩৩ হাজার একর ভূমির ওপর শিল্প নগরটি করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সমপ্রতি পরিবর্তন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পনগরটির নাম পরিবর্তন করা হলো। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেজা কর্তৃপক্ষ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেয়।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নাম পরিবর্তন করে এখন এই নাম দেওয়া হয়েছে। অন্যগুলো যেখানে নাম পরিবর্তন করা হয়েছে, সেখানে জেলা বা জায়গার নামে করা হয়েছে। এটাকে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ নাম দিয়েছি কারণ এটা অগ্রাধিকারের জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা তিন জেলা মিলে হয়েছে। তাই সব জেলার নাম দেওয়ারও সুযোগ ছিল না।

বেজা সূত্রে জানা গেছে, এ শিল্পনগরকে বাংলাদেশের প্রথম পরিকল্পিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় শিল্পনগর হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুরোপুরি চালু হলে এখানে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

পূর্ববর্তী নিবন্ধশর্ট সার্কিটের আগুনে পুড়ল চার বসতঘর
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার