মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন বন্ধ থাকার পর নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন গতকাল সোমবার বিকালে বলেন, ‘রোববার রাত ১১টার পর থেকে বেশ অনেকক্ষণ ধরেই এই গোলাগুলি চলতে থাকে। বাসিন্দারা সবাই এই গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। আমি তখন এলাকার বাইরে ছিলাম। কিন্তু পরিবারের সদস্য ও এলাকার মানুষ জানিয়েছে, হঠাৎ করে গোলাগুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’ খবর বিডিনিউজের।

বিজিবির একজন সদস্য জানিয়েছেন, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০৩৫০ মিটার দূরে আরকান আর্মি এবং অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে গুলি না আসলেও পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করে সর্তক রয়েছে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে নিলামের টাকা ফেরতে গড়িমসির অভিযোগ ব্যবসায়ীর
পরবর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বন্যহাতি আহত