মিয়ানমার থেকে নাফ সাঁতরে হাতি এল বাংলাদেশে

দুদিনে এসেছে চারটি

| সোমবার , ২৮ জুন, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে আরও দুটি হাতি বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে বনবিভাগ। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানিয়েছেন, গতকাল বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন প্যারাবনে হাতি দুটি আশ্রয় নেয়। এ নিয়ে দুদিনে চারটি হাতি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে শনিবার বিকালে টেকনাফ সদরের জালিয়াপাড়া সংলগ্ন পয়েন্টে দুটি হাতি নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিল। খবর বিডিনিউজের।
তিনি বলেন, বিকালে মিয়ানমার থেকে সাঁতরে এসে দুটি বড় আকারের হাতি এপারে প্যারাবনে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে বনবিভাগের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হাতিগুলোকে প্যারাবনে ছোটাছুটি করতে দেখা যায়। হাতি দুটির বয়স ৪০ বছরের বেশি হতে পারে। এগুলোর উচ্চতা ৭ থেকে ৯ ফুট। হাতি দুটোকে কলাগাছসহ বিভিন্ন ধরনের লতাপাতা খেতে দেওয়া হয়েছে। রেঞ্জ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পাশাপাশি দলছুট হয়ে সাঁতরে নাফ নদীর এপারে আসতে পারে। হাতি দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফজলুল হক বলেন, মিয়ানমার থেকে হাতি দুটিকে নদী সাঁতরে আসতে দেখে শত শত উৎসুক জনতা ভিড় করে। পরে বনবিভাগের সংশ্লিষ্টদের খবর দিলে হাতি দুটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। রাত অবধি হাতিগুলো বিজিবির শাহপরীরদ্বীপ বিওপি সংলগ্ন নাফ নদীর পানিতে অবস্থান করতে দেখা গেছে।
আশিক জানান, রাত ১০টা পর্যন্ত হাতি দুটি বিজিবির শাহপরীরদ্বীপ বিওপি সংলগ্ন নাফ নদীর পানিতে অবস্থান করছে। আর বনবিভাগের কর্মীরা হাতিগুলোকে পাহারায় রেখেছে।
এর আগে শনিবার উদ্ধার হওয়া হাতি দুটিকে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুর্গম পাহাড়ে সমৃদ্ধির হাতছানি
পরবর্তী নিবন্ধহাঙ্গরখালে ড্রেজার মেশিনে চলছে বালু উত্তোলন