মিয়ানমার থেকে ছুঁড়ে আসা গুলিতে কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্ত এলাকায় বাংলাদেশে মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। ওই সময় ওপারে গোলাগুলির শব্দ পাওয়া হয়।।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়। এদিকে, ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ওপারের গুলি এপারে এসে পড়েছে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, গুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।