আজাদী ডেস্ক: মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে। দলটি গতকাল সোমবার বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয় পেয়েছে তারা। ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে বেরিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয় মিয়ানমারে। এরপর দ্বিতীয়বারের মতো দেশটিতে রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে। এনএলডির মুখপাত্র মিও নিন্ত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে ৩২২ আসনে জয় পেয়েছে।