মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এই নিষেধাজ্ঞায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
সামরিক জান্তা যেন যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমারের ১০০ কোটি ডলারের সরকারি তহবিলে হাত দিতে না পারে, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন এবারই প্রথম নিষেধাজ্ঞার কোনো নির্বাহী আদেশে অনুমোদন দিলেন।
এমন এক সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন নেপিডোতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুরুতর আহত এক নারীর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের খবরেও আন্তর্জাতিক মহল গভীর উদ্বিগ্ন। মেয়া থিউ থিউ খাইং নামের ওই নারী মঙ্গলবার নেপিডোতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় মাথায় গুলিবিদ্ধ হন। বিক্ষোভকারীদের সরাতে সেদিন পুলিশ জলকামান ব্যবহার করেছিল; ছুড়েছিল রাবার বুলেট ও তাজা গুলি।