মিয়ানমারকে ছাড়া শুরু আসিয়ান সম্মেলন

জান্তার তীব্র সমালোচনায় নেতারা

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের কোনও প্রতিনিধির উপস্থিতি ছাড়াই শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান-এর বার্ষিক সম্মেলন। গত মঙ্গলবার এ সম্মেলনের শুরুতেই নেতারা মিয়ানমার জান্তা সরকারের তীব্র সমালোচনা করেছেন। ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, আজ আসিয়ান তাদের কর্মকাঠামো থেকে মিয়ানমারকে বাদ দেয়নি। মিয়ানমারই তাদের অধিকার পরিহার করেছে। খবর বিডিনিউজের। এখন আমরা আসিয়ানে এক সদস্যকে ছাড়া ‘মাইনাস-ওয়ান’ পরিস্থিতিতে পড়েছি। এ পরিস্থিতি আসিয়ানের কারণে নয়, মিয়ানমারের কারণে সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি বলেন, আসিয়ানে মিয়ানমারের জন্য স্লট প্রস্তুত আছে। কিন্তু মিয়ানমার তাতে যোগ না দেওয়াটাই বেছে নিয়েছে। ছয় মাস আগে মিয়ানমারে শান্তি ফেরানোর একটি পরিকল্পনায় রাজি হয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবারের শীর্ষ সম্মেলনে দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানায়নি আসিয়ান।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে চসিক, কোয়ালিটির জয়
পরবর্তী নিবন্ধহিরা দিয়ে মোড়া গাড়ি