মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মিথিলা

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

মিস ইউনিভার্সের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তানজিয়া জামান মিথিলার নাম উঠেছে, মূল প্রতিযোগিতায় অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এ মডেল। খবর বিডিনিউজের।
মিথিলা বলেন, আমি ক্রাউন নিয়ে আসতে চাই। এই প্রতিযোগিতার নাম্বার ওয়ান হয়ে দেশে ফিরতে চাই। এই মুহূর্তে এটাই আমার স্বপ্ন। ওয়েবসাইটের প্রতিযোগী বিভাগে তার মিথিলার ছবিতে ক্লিক করে ভোট করার অপশন রাখা হয়েছে, তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম জানান, প্রতিযোগিতায় অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিথিলা। তার জন্য ভিসার প্রক্রিয়া চলছে। তার ন্যাশনাল কস্টিউমের কাজ হচ্ছে। পাশাপাশি গ্রুমিংও চলছে। ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও করার কথা রয়েছে, সেটির কাজও আগামী তিনদিনের মধ্যে সম্পন্ন হবে। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মফিজ খুনের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধঢাকার ১৭ থানায় শনাক্তের হার ৩০ শতাংশের উপরে