মিষ্টিমুখ ও জামান রেস্টুরেন্টকে চার লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৬:০৭ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা পরিচালনার দায়ে নগরের চকবাজার এলাকার মিষ্টিমুখসহ দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা। এর মধ্যে মিষ্টিমুখকে তিন লাখ টাকা এবং হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরানী হাউজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড সাইসেন্স ছাড়া ব্যবসা পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা এবং চসিক স্যানিটারী পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবালুবাহী নৌযান ডুবল বহির্নোঙরে
পরবর্তী নিবন্ধকালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড রাঙ্গুনিয়া, উধাও বিদ্যুৎ